ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

ন্যায় বিচার নিশ্চিত করতে বিচারপতিদের প্রতি রাষ্ট্রপতির নির্দেশ   

প্রকাশিত : ১৯:৫১, ৪ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১২:২০, ৫ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জনগণের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি তাদের সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তিনজন নবনিযুক্ত বিচারপতি আজ বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।       

বৈঠকে রাষ্ট্রপতির বক্তব্যকে উদ্ধৃত করে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বলেন, ‘জনগণের শেষ আস্থার জায়গা হলো আদালত। দেশবাসীর জন্য ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে আদালতের অনেক দায়িত্ব রয়েছে।’

বঙ্গভবনের মুখপাত্র জানান, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতিদের অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, তারা জনগণের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা করবেন।

নবনিযুক্ত বিচারকরা হলেন- বিচারপতি জিনাত আরা, বিচাপতি আবু বকর সিদ্দিক এবং বিচারপতি মো. নূরুজ্জামান। বিচারপতি জিনাত আরা হলেন সর্বোচ্চ আদালতের দ্বিতীয় নারী বিচারপতি। রাষ্ট্রপতি গত ৮ অক্টোবর সংবিধান অনুসারে তাদেরকে আপিল বিভাগের নিয়োগ দেন।

বৈঠককালে বিচারকরা বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় সহায়তার ব্যাপারে তাদেরকে আশ্বস্ত করেন।

এসময় অন্যান্যের মধ্যে বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা সেখানে উপস্থিত ছিলেন।

এসি  

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি